শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের কাশিমাড়ী পল্লীর ঘোলা গ্রামে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা স্বত্ত্বেও অবৈধভাবে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘোলা গ্রামের আলহাজ্ব মাওলানা নুরুজ্জামান মোল্যার পুত্র সাইফুর রহমান অভিযোগে জানান, তার পিতার রেজিষ্ট্রীকৃত দলিলমূলে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে দীর্ঘদিন যাবৎ নামপত্তন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। যার খতিয়ান নং- ৯৫৬, দাগ নং- ১১১০, ১১১১, জমির পরিমান- ১৮ শতক। অথচ একই গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের পুত্র কামরুল ইসলাম সরদার সহ তার সহোদর ভাইয়েরা লাভ ও লোভের বশবর্তী হয়ে অবৈধভাবে উক্ত জমি জবর দখলের অপচেষ্টা চালাতে থাকে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল প্রায় ৬টার দিক থেকে কামরুল ইসলাম তার সঙ্গীয় ১০/১৫ জন লোক নিয়ে অবৈধভাবে উক্ত জমিতে পৃথক ২টি কাঁচা ঘর তৈরী শুরু করেছেন। এ জমি নিয়ে কামরুল ইসলাম বাদী হয়ে নুরুজ্জামান মোল্যা সহ একাধিক ব্যক্তির নামে শ্যামনগর থানা বিজ্ঞ সহকারী জজ আদালত, সাতক্ষীরা বরাবরে ৩০/১৮ নং দেওয়ানী মামলা করেন। বর্তমান মামলাটি চলমান থাকা স্বত্ত্বেও কামরুল ইসলাম গং অন্যায়ভাবে এ জমি দখল করে নিয়েছেন। কামরুল ইসলাম জানান, এওয়াজ দলিল মূলে তারা অন্য স্থানের জমি ভোগ দখল করে আসলেও বর্তমানে সে জমির ৫ শতক খাস হয়ে গেছে, এওয়াজ দলিল ভীত্তি অনুসারে তারা তাদের পূর্বের জমিতে ফিরে গেছেন। নুরুজ্জামান মোল্যা জানান, তার ভাইয়ের ও ভাইপোর কবরস্থান থাকাসত্ত্বেও প্রায় ২০ বছর যাবৎ তারা বৈধভাবে এ জমি ভোগ দখলে থাকা সত্ত্বেও কামরুল ইসলাম গং অন্যায়ভাবে বিজ্ঞ আদালতে মামলা করে, মামলা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও জোরপূর্বক দুটি কাঁচাঘর তৈরী করছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট