প্রেস বিজ্ঞপ্তি : শনিবার অগ্রগতি সংস্থার আয়োজনে অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে অত্র সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে জেন্ডার ইস্যুসহ কোভিড-১৯ সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করার জন্য ওয়ার্ড মিটিং অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার অনলাইনের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় এই ওয়ার্ড মিটিংয়ের আয়োজন করা হয়।
এই ওয়ার্ড মিটিংয়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার মন্ডল, মোঃ আরশাদ আলী, অধ্যাপক, পাটকেলাঘাট হারুন-অর-রশিদ কলেজ, রুহুল আমিন, ইউ.পি সদস্য, ধানদিয়া ইউপি, মোঃ আব্দুল হান্নান, ইউ.পি সদস্য, ধানদিয়া ইউপি, তপন বাছাড়, ইউ.পি সদস্য, খলিষখালী ইউপি, পঙ্কজ রায়, ইউ.পি সদস্য, খলিষখালী ইউপি, গোপাল চন্দ্র, সহ: শিক্ষক, বাবুলিয়া জে.এস মাধ্যমিক বিদ্যালয়, পিয়ালী রানী রায়, সহ: শিক্ষক, লাবসা ইমাদুল মাধ্যমিক বিদ্যালয়, সহ আরও অনেকে। মিটিংয়ে বিভিন্ন এলাকা থেকে যুব প্রতিনিধিরাও উপস্থিত ছিল।
অত্র আলোচনায় বক্তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কেননা তাদের মধ্যে বেশ কয়েকজন এবং পরিবারের সদস্যদের মধ্যেও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিল। তারা তাদের অভিজ্ঞাতাকে সবার সামনে তুলে ধরে করোনা মোকাবেলা করার শক্তি ও সাহস তৈরি করেন সবার মধ্যে। তাছাড়া শীতের সময় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে সব যে সমস্ত কাজ করা যায় সেগুলো করতে হবে। তাছাড়া করোনাকালীন সময়ে আমাদের দেশে জেন্ডার পরিস্থিতির অবস্থাও খারাপ। দেশের বিভিন্ন জায়গায় জেন্ডার সহিংসতার ঘটনা ঘটছে। এই সময়ে আমাদের জেন্ডার সংবেদনশীল হতে হবে। তথা নারী ও মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।
নগরঘাটা আলীম মাদ্রাসার অধ্যক্ষ সাহেবের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অদ্যকার ওয়ার্ড মিটিং পরিচালনা করেন অত্র প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ।