নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনাসভা, কেক কাটা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা তুফান কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিয়ূর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়া মীলীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
পরে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এবং সদর উপজেলা আওয়ামীলীগের দুটি কেক কেটে জননেত্রী জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজ ৭৪ তম জন্মদিন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্থান পেয়েছে। এক সময়ের তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বের অনেক দেশ অবাক হয়েছে। বাংলাদেশে এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতেই হবে। আর এজন্য তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করতে হবে। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা দ্রুত বাস্তবায়ন হবে। সোনার বাংলাদেশে পরিণত হবে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সদর উপজেলা আওয়ামীলীগের নতুন যে কমিটি হয়েছে সেটি নিয়ে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কুচক্রী মহল সদর উপজেলা আওয়ামীলীগ কে আলাদা করতে পারবে না। সদর উপজেলা আওয়ামীলীগকে বিভক্ত করতে পারব না। সদর উপজেলা আওয়ামীলীগের পদত্যাগকৃত নেতা শহীদুল নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেছেন। অথচ আমরা তাকেই সভাপতি বানাতে চেয়েছিলাম। কিন্তু তারই বন্ধুরা বিরোধীতা করেছিল। আজ তারাই শহীদুলকে মদদ দিচ্ছেন। তাদের কারনেই তিনি সদরের সহ-সভাপতি থেকে পদত্যাগ করে জেলা কমিটির পদ চেয়েছিলেন। সেই বন্ধুদেরই পরামর্শে তিনি সদর উপজেলা আওয়ামীলীগকে বিভক্ত করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যা কখনোই সফল হবে না। বক্তারা চক্রান্ত না করে সকলে কাধে কাধ মিলিয়ে বঙ্গবন্ধু আদর্শের সোনার বাংলা গড়তে কাজ করার আহ্বান জানান।
২৮.০৯.২০২০