আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেটে মাছ ওজন করার জন্য ডিজিটাল মিটার না থাকায় ও পুশকৃত বাগদা চিংড়ী পাওয়ায় তিন ব্যবসায়ীকে সর্বমোট ৩০০০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহেশ্বরকাটি মৎস্য মাছ ওজন করার জন্য ডিজিটাল মিটার না থাকায় সেটের সাধারণ সম্পাদক অনঙ্গ কুমার দাসকে ২০০০ টাকা, পুশকৃত চিংড়ি মাছ পাওয়ায় চায়না ফিসের মালিক কালিপদ সানাকে ৫০০ টাকা ও বিধান সানাকে ৫০০ টাকা জরিমানা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট