আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও ষষ্ঠী পূজা উদ্বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হাজিপুর সার্বজনীন দুর্গা মন্দির, কামালকাটি সার্বজনীন দুর্গা মন্দির, বালিয়াপুর সার্বজনীন দূর্গা মন্দির ও শোভনালী সার্বজনীন দূর্গা মন্দিরে পরিদর্শনে গিয়ে ষষ্ঠী পূজা উদ্বোধনের মধ্যদিয়ে মন্ডপ গুলোর উদ্বোধন করেন তিনি।
এসময় ভিন্ন ভিন্ন মণ্ডপে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে তিনি ‘করোনা’ মোকাবেলায় দেশের ক্রান্তিলগ্নে সকল ভক্ত বৃন্দদেরকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে ও মাক্স পরিধানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সফরসঙ্গী ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দ্যা পোল স্টার পৌর হাইস্কুলের সহকারী শিক্ষক দিপক কুমার মৃধা, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আঃ গফ্ফার, আঃ হান্নান পাড়, আজিজুল ইসলাম, আঃ আজিজ, উদয় কান্তি বাছার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য পদপ্রার্থী মৃনাল কান্তি মন্ডল, আ’লীগ নেতা সাজ্জাদ হোসেন, সাংবাদিক সোহাগ হোসেন প্রমুখ।
পরিদর্শন শেষে সম্প্রতি ইউনিয়নের বৈকারঝুটি গ্ৰামের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে নিহত চন্দ্রশেখর সরকারের বাড়িতে গিয়ে সন্তান হারা বাবা-মা, একমাত্র ভাই হারা বোনের সাথে কিছু সময় পার করেন।
এসময় চন্দ্রশেখরের হত্যাকারীর সঠিক বিচারের দাবিতে তার পরিবারের সঙ্গে একমত পোষণ করেন।