জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সিডাব্লিউসিএস এর আয়োজনে অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য মানব পাচার প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও সিডাব্লিউসিএস এর লিয়াজো অফিসার রুহুল আমিন। ২য় দিনে উপস্থিত ছিলেন, উইনরক ইন্টারন্যাশনালের এসপিপি ম্যানেজার নাজমুল হক, ট্রেনিং এন্ড এমপ্লয়ী ম্যানেজার ওমর ফারুক, ফিল্ড অফিসার শেখ মনিরুল হুদা প্রমুখ।
সমগ্র সেশন পরিচালনা করেন, সিডাব্লিউসিএস এর আশ্বাস প্রকল্পের সমন্বয়কারি আরিফুর রহমান খান রানা, কাউন্সিলর তামান্না আন্জুমান, মরিয়ম খাতুন, সোস্যাল মোবিলাইজার মাহমুদুল হাসান, আছিয়া খাতুন, একাউন্ট এন্ড এ্যাডমিন অফিসার শারাবান তহুরা।