নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা তালা-কলারোয়া -০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস্ রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম লতিফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, ৩৮ বিজিবির অধিনায়ক পিআরও সামহুল আলম, ১৭ বিজিবি’র ক্যাপ্টেন রেজোয়ান, এনডিসি আবু সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন এনএসআই উপপরিচালক মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, কোস্ট গার্ড মংলা সাকিবুর রহমান, বি.আর.টিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের ডা: আশিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জেলা আনসার ভিডিপির কে এম মনিরুল ইসলাম, জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাইনুদ্দিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, এনডিসি আবু সাঈদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাশেম আলী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জি এম রবীন্দ্র নাথ দাস, পৌর কাউন্সিলর শেখ আব্দুর সেলিম, কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ।
সভায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পৌর মেয়রকে আহবান জানানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধভাবে ব্যাটারি চালিত ও ইঞ্জিনচালিত ভ্যান বন্ধে ব্যবস্থা গ্রহণ ও অভিযান পরিচালনা করতে বলা হয়। রাস্তার আশেপাশে নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, গাছের গুড়ি রাস্তার পাশে রাখা বন্ধ, ইয়াবাসহ সকল মাদক দ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের চিহ্নিত করে আইননুগ ব্যবস্থা গ্রহণ প্রভৃতি সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কোন সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট