আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কুঁন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী কুঁন্দুড়িয়া পি এম মাধ্যমিকক বিদ্যালয় মাঠে “বিজয় দিবস-২০” ও “মুজিব জন্ম শত বর্ষ” উদযাপন উপলক্ষে আয়োজিত ক্রিকেট ম্যাচের এক দিকে শ্যামনগর, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার বাছাইকৃত প্লেয়ারদের সমন্ময়ে ইয়ং স্টার ক্রিকেট ক্লাব দল এবং অপর দিকে দক্ষিন বঙ্গের বাছাইকৃত প্লেয়ারদের অংশগ্রহণে কুঁন্দুড়িয়া উদয়ন সংঘ।
ইয়ং স্টার ক্লাব টচে জিতে প্রথমে ব্যাটে নেমে ১৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্ৰহ করে। জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট নিয়ে ব্যাটে নেমে কুঁন্দুড়িয়া উদয়ন সংঘ ৭ ইউকেটের বিনিময়ে ৫ বল হাতে রেখে জয়ের লক্ষে পৌছে যায়।
আম্পেয়ারের দায়িত্ব পালন করেন শ্যমল বিশ্বাস ও আক্তাজামান আক্তার।
ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান, সদ্য সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, কেয়া রানী বসু, রবিন্দ্রনাথ দে, কবিরুল ইসলাম প্রমুখ।