সাতক্ষীরা সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার, গীতিকার, বাংলাদেশ বেতার খুলনার মিউজিক প্রোডিউসার, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী আবু আফফান রোজ বাবুর নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠী।
বিবৃতিতে সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন উল্লেখ করেছেন, একটি মিথ্যা মামলায় সাতক্ষীরার প্রখ্যাত শিল্পী রোজবাবুকে হয়রানির করার উদ্দেশ্যে জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে ঘটনার সময় রোজ বাবু ঢাকাতে অবস্থান করছিলেন। তিনি সাতক্ষীরায় ছিলেন না। যা অত্যন্ত দু:খজনক। সাংস্কৃতিককর্মীরা সবসময় বিনোদন দেয়। সংস্কৃতির মাধ্যমে সমাজকে পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। অথচ সেই সংস্কৃতিকর্মীর বিরুদ্ধে এধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা অবশ্যই নিন্দনীয়। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট