কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বে-সরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক এসএম, মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় নবাগত এই কর্মকর্তা বলেন, নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে সকলকে কাজ করতে হবে। প্রকল্পের কাজ যেনো কোন ধরণের ত্রুটি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। উপজেলা প্রশাসন জনকল্যাণমূলক সকল কাজে সব সময় পাশে থাকবে। অবহিতকরণ সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, সিনিয়ন মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, প্রথমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন। এছাড়াও উন্নয়ন সংস্থার উপজেলা সমন্বয়কারী তারিকুর রহমান, সিএম আলী মোর্তজা, এইচআর সাবেকুন নাহার ও সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিদরিদ্রদের জীবিকায়ন, পুষ্টি ও কমিউনিটি মবিলাইজেশন বিষয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
পূর্ববর্তী পোস্ট