খেলার খবর : অল্পের জন্য জয় পেলে না অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চার রানে হারতে হলো অ্যারন ফিঞ্চের দলকে। নিউজিল্যান্ডের দেয়া ২২০ রানের লক্ষ্য তারা করতে নেমে ২০১৫ রানে থেমেছে অজিরা।
বৃহস্পতিবার ডানেডিনে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান ফিঞ্চ।
৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলেন মার্টিন গাপ্টিল। ৩৫ বলে ৫৩ রান আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ১৬ বলে ৪৬ রান তোলেন জিমি নিশাম। এছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে কিউইরা।
তিনটি উইকেট তুলেছেন কেন রিচার্ডসন। একটি করে উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা, ঝাই রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস।
জবাবে ১৫ বলে ২৪ রান করেন ম্যাথু ওয়েড। ৩২ বল খেলে ৪৫ রান তোলেন জস ফিলিপে। অন্যদিকে মার্কস স্টইনিস ও ড্যানিয়েল স্যামসের ৪০ বলে ৯২ রানের সপ্তম উইকেটের রেকর্ড জুটিও জয়ের বন্দরে নিয়ে পৌঁছাতে পারেনি অস্ট্রেলিয়াকে।
৩৭ বলে ৭৮ রান করে থামেন স্টইনিস। ১৫ বলে ৪১ রান করেন স্যামস। অপরাজিত ছিলেন দুই রিচার্ডসন। ১ বলে ৪ রান কনে কেন। কোনও বল না খেলতে পারেননি কেন। ৮ উইকেট হারিয়ে ২১৫ রানে থামে অজিরা।
এই জয়ে দুই ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল ব্ল্যাকক্যাপসরা। আগামী ৩ মার্চ তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।