আসাদুজ্জামান : সাতক্ষীরার উপকুলীয় লবনাক্ত এলাকায় ফসল উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর কৃষি কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট বিএআরআই সাতক্ষীরার আয়োজনে শনিবার সকালে বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্রের প্রশিক্ষন ভবনে উক্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
বিনোরপোতা কৃষি গবেষনা কেদ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়দেবপুর কৃষিগবেষনা ইনিষ্টিটিউটের বিএআরআই এর সেবা ও সরবরাহ উয়ং এর পরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনোরপোতা কৃষি গবেষনা কেন্দ্র বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু, বিনোরপোতা কৃষি গবেষনা কেন্দ্র ব্রি’র উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান, বৈজ্ঞানিক সহকারী মশিউর রহমান, মতিয়ার রহমান, সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে সাতক্ষীরা জেলার কৃষি বিভাগের ৭০ জন বৈজ্ঞানিক সহকারী, উদ্ধর্তন বৈজ্ঞানিক সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষনে কৃষি গবেষকরা , উপকুলীয় লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন ফসলের উন্নত চাষাবাদ ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পূর্ববর্তী পোস্ট