কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ২০২০-২০২১ অর্থ বছরের খরিফ-১ ও ২০২১-২২ মৌসুমে উলশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২‘শ ৫০জন চাষীকে মাঝে বিনামূল্যে স্যার ও বীজ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় উপস্থিত আরো ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষক আব্দুর রহিম, ঈমান আলী, বিনয়কৃৃষ্ণ ঘোষ প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ধানের বীজ ৫ কেজি, ডিএমপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।