কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত অপিরপক্ক আম বিনষ্ট করা হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল, ২১) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদের শিক্ষা অফিস ভবনের পাশে জব্দকৃত উক্ত অপরিপক্ক আমগুলো বিনষ্ট করা হয়।
গত বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলা কামটা এলাকার একটি বাগান থেকে উক্ত অপিরপক্ক ৩৩ ক্যারেট আমগুলো জব্দ করেন। পরে আমগুলো উপজেলা পরিষদ গোড়াইনে রেখে দিলে সেগুলো ক্যামিক্যাল মিশানো বলে প্রমান পাওয়া গেলে সেগুলো রবিবার বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে এই ধরনের অপিরপক্ক আম পেড়ে পাকানোর ব্যবস্থা করা হয়েছিল। ঢাকার বাজারে চড়া মূল্যে বিক্রির জন্য এইধরনের কাজ করা হচ্ছে এবং যার কারণে এই অপিরপক্ক আমগুলো বিনষ্ট করা হচ্ছে।
আম বিনষ্ট করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত অপিরপক্ক আম বিনষ্ট
পূর্ববর্তী পোস্ট