অনলাইন ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা ভারত। সেখানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করেছেন করোনা রোগীরা। এক পর্যায়ে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, সরকারি ‘সেফ হোম’-এ নানা অব্যবস্থাপনার অভিযোগ সড়ক অবরোধ করেছেন করোনা রোগীরা। মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইটাহারের গটলু এলাকায় এমন ঘটনা ঘটেছে। করোনা রোগীদের কোয়ারান্টাইন না মেনে রাস্তায় নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় সেই সেফ হোমটিতে অন্তত ৪০ জন করোনা রোগী ভর্তি আছেন। রোগীদের অভিযোগ, তাদের কোনরকম দেখভাল করা হচ্ছে না। গাফিলতির পাশাপাশি সেখানে ন্যূনতম স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিধিও মানা হচ্ছে না।
রোগীদের দাবি, সেফ হোমে অত্যন্ত নিম্নমানের খাবার দেয়া হচ্ছে। অবহেলা এতই যে, খাওয়ার পানিতে জমে আছে শ্যাওলা। খাবার মেন্যুতেও নেই মানসম্মত খাবার। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরেও অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে জানান রোগীরা। শেষমেষ তারা রাস্তায় নামতে বাধ্য হন।
রাস্তা অবরোধের পর পুলিশের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তারা সরে আসেন। পরিস্থিতি না বদলালে বুধবার ফের রাস্তায় নামবেন বলে জানান করোনা রোগীরা। তাদের অভিযোগ, এখানে রোগীদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবারই দেয়া হচ্ছে না। দিনের পর দিন বাঁধাকপি আর ঢ্যাঁড়শ চলছেই। রোগীদের বিক্ষোভের প্রেক্ষিতে এখনো কোনকিছু জানায়নি স্বাস্থ্য অধিদফতর। তবে রোগীদের আর্জি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে ইটাহার থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। ফলে মোট কোভিডে আক্রান্ত হলেন ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন।