বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিপরীতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল বিজেপির লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে চাউর হয়েছিল। কিন্তু আট দফা ভোট শেষে গতকাল রোববার ফল ঘোষণায় দেখা গেল ভিন্ন চিত্র। বিপুল ব্যবধানে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
দুই দলই নির্বাচনে জিততে প্রার্থী করেছিল বিনোদন অঙ্গনের জনপ্রিয় বেশ কিছু তারকাকে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন তারকা হেরেছেন। লাল, সবুজ বা গেরুয়া—শিবিরের রং যা-ই হোক না কেন, ভোটবাক্সে নিজেদের জনপ্রিয়তার প্রতিফলন ঘটাতে পারেননি তাঁরা।
আনন্দবাজার পত্রিকার খবর, তারকা প্রার্থীদের হারের তালিকাটা কম দীর্ঘ নয়। পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, সায়নী ঘোষ, পার্নো মিত্র, দেবদূত ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী বা যশ দাশগুপ্ত—তালিকায় রয়েছে সব শিবিরের তারকা প্রার্থীরই নাম।
রাজ্যে ফের শাসকদলের সবুজ ঝড় উঠলেও তৃণমূলের পতাকার তলায় জয়ীর তালিকায় দেখা যায়নি কৌশানী মুখোপাধ্যায়কে। কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা আসনে বিজেপি নেতা মুকুল রায়ের কাছে হেরে গেছেন তিনি। ভোটপ্রচারে তাঁদের যাবতীয় চেষ্টাই জলে গেছে।