নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেডে হাসপাতপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮২ জন এবং উপসর্গে মারা গেলেন ৪৯৮ জন।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯ দশমিক ১৭ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলঅয় এ পর্যন্ত মোট করোনা আক্রন্ত হয়েছে ৫ হাজার ১৫৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ৩ হাজার ৮৬৪ জন। এ ছাড়া বর্তমানে ২৩৬ জন করোনা রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা বাড়ীতে হোম আইসোলেশনে আছে।
এদিকে, কঠোর লকডাউনের প্রথম দিনে সাতক্ষীরায় কোন প্রভাব পড়েনি। প্রধান প্রধান সড়কে পুলিশের উপস্থিতি দেখা গেলেও অন্যান্য সড়কে প্রশাসনিক তৎপরতা একেবারে নেই। ফলে শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। সড়কে চলাচল করছে প্রায় সবধরণের যান।
২৩.০৭.২০২১