নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে রবিবার (৮ আগষ্ট) শতভাগ করোনার টিকা নিবন্ধনের আওতায় ঘোষণা করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাকে অবগত করে চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘোষণা দেন।
গত ৮ দিন ধরে ৬নং ওয়ার্ড সদস্য মোঃ রেজাউল করিম মিঠু’র ব্যক্তি উদ্যোগে বড়খামার, মেল্লেকপাড়া, উমরাপাড়া ও চেলারডাঙ্গা গ্রামের ২১৮০ জনকে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধনের আওতায় আনা হয়েছে। যার ফলে ওয়ার্ডের অধীনে বসবাসরত পঁচিশোর্ধ সকল নারী-পুরুষের শতভাগ কোভিড-১৯ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়। ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম পুলিশ ও কয়েকজন তরুণ প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রথমে ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন। এরপর প্রতিটি গ্রামে অস্থায়ী বুথ স্থাপন করে টিকা কার্ড প্রদান করা হয়।
ইউপি সদস্য রেজাউল করিম মিঠু জানান, প্রথমদিকে কাজটি করতে গিয়ে নানান প্রশ্নের স্বীকার হয়েছি। এছাড়া মানুষ আমাদের ফিরিয়েও দিয়েছে। গ্রামের মানুষ জন টিকা নিয়ে গুজবেও চরম বিভ্রান্তির মধ্রে পড়েছিল। কিন্তু পর্যায়ক্রমে ইমাম, মুয়াজ্জিন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহায়তায় বিনামূল্যে শতভাগ নিবন্ধন কার্যক্রম সম্ভব হয়েছে।
ইউপি সচিব শেখ আমিনুর রহমান জানান, ৬নং ওয়ার্ড মেম্বার যে কাজটি করেছে নিঃসন্দেহে তিনি অত্যন্ত প্রশংসার দাবীদার। শুধু সাতক্ষীরা নয় আমার মনে হয় একটি ওয়ার্ডে শতভাগ করোনার টিকা নিবন্ধন এটা গোটা বাংলাদেশের মধ্যে প্রথম।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম জানান, এই ধরনের উদ্যোগ নিয়ে সকলে যদি এগিয়ে আসে তাহলে আমরা দ্রতই করোনামুক্ত বাংলাদেশ দেখতে পাব। তিনি আরও জানান, সদর ইউএনও মহোদয়কে জানিয়ে ৬নং ওয়ার্ডকে শতভাগ করোনা টিকা নিবন্ধনের আওতায় ঘোষণা করা হয়েছে। ৬নং ওয়ার্ড মেম্বারের উদ্যোগে কাজটি বাস্তবায়ন হওয়ায় তাকেও ধন্যবাদ জানান তিনি।