মাহফিজুল ইসলাম আককাজ : ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের পল্লী বিদ্যুতের শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে এ নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রগতি এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহফুজুর রহমান খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শরিফুজ্জামান ময়না, ওয়ার্ড সাধারণ সম্পাদক আকরাম হোসেন,তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ডা. আব্দুর রহিম। ছয়ঘরিয়া গ্রামে ২.৯৭৫ কিঃ মিটার লাইন ২৯ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১শ’৫২টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ, বানিজ্যিক সংযোগ ৮টি ও অন্যান্য ২টি নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্ময় মনির।
পূর্ববর্তী পোস্ট