গাজী আল ইমরান : ২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চলো যাই-
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগরে যথাযথ ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ফ্রেন্ডশিপ নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং রূপান্তরের সহযোগিতায় বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরূমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাঁন হাবিবুর রহমান, ফ্রেন্ডশিপ জেলা সমন্বয়কারী মোঃ আকতারূজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচ আই কার্তিক চন্দ্র পাল, সি এইচ সি পি প্রকল্পের অনিরূদ্ধ কর্মকার সম্পদ, নার্সিং সুপারভাইজার অপর্ণা পাল, রূপান্তরের উপজেলা ম্যানেজার শাহিনুর ইসলাম, আউটরিচ অয়ার্কার বিজয় মন্ডল, আব্দুল হালিম প্রমূখ।
এদিকে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে নবযাত্রা প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা সভা ও পুষ্টি মেলার আয়োজন করা হয়। শ্যামনগর উপজেলা প্রশাসন মাঠ প্রঙ্গনে আয়োজিত উক্ত আলোচনাসভা ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহসিন উল মূলক, মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা, নকিপুর পাইলট মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণায়েন্দ মূখার্জী, হিতৈষী রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক দিনেশ চন্দ্র বিশ্বাস, উসপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাংবাদিক রনজিৎ বর্মণ, আফজাল হোসেন প্রমূখ।