খেলার খবর : জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ ফুটবল দল। শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণ ও লড়াইয়ে আধিপত্য দেখিয়ে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। একই সঙ্গে জয় দিয়ে নিজের কোচিং মিশন শুরু করলেন অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুসন।
বাংলাদেশের প্রথম ও সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর কেটে গেছে দেড় যুগ। মাঝের সাত আসরে সাফল্যের পাল্লায় কিছু ছিল না। এবারের মিশনে তাই সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ দল।ডাগআউটে আজ অভিষেক হওয়া কোচ অস্কার ব্রুসনও শিষ্যদের বার্তা দিয়েছেন আত্মবিশ্বাস নিয়ে খেলার। কোচের আস্থা রেখেছেন শিষ্যরা। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ জয়ে রাঙিয়েছে বাংলাদেশ।
মালদ্বীপের রাজধানী মালে জাতীয় স্টেডিয়াম এদিন ‘বাংলাদেশ,বাংলাদেশ’ শব্দে মুখরিত ছিল। বলা চলে, অনেকটা ঘরোয়া পরিবেশেই খেলেছে বাংলাদেশ। পুরো ৫৮ ভাগ সময় বল দখলে রেখে ২০টি আক্রমণ করে বাংলাদেশ। যার মধ্যে ৪টি ছিল অনটার্গেটে যাওয়ার মতো শট। বিপরীতে ৯ শট নেয় লঙ্কানরা। যার একটিও লক্ষ্যে যাওয়ার মতো ছিল না।
শুরুর দিকে লম্বা পাসে খেলা শ্রীলঙ্কা কিছুটা চাপ তৈরি করলেও বাংলাদেশের রক্ষণের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি। ইয়াসিন, তপু, বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক রায়হানে সাজানো ডিফেন্স লাইন ছিল শক্ত। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থেকেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদলই। বাংলাদেশ সাফল্য পায় বিরতির পর। পেনাল্টির সুবাদে দলকে এগিয়ে নেন তপু বর্মন।
৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টির সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশও। সফল স্পট কিকে স্কোরলাইন ১-০ করেন তপু বর্মন। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকেও দারুণ সুযোগ পেয়েছিলেন তপু। প্রথমার্ধের শেষ দিকে আরাফাতের লম্বা ক্রসে হেড করেন তপু। বলের লাইন থেকে ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন পেরেরা ফেরান। তবে প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করা তপু দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে সুযোগ হাতছাড়া করলেন না। ঠিক গোল তুলে নিয়ে দলকে জয় উপহার দিলেন।
এগিয়ে যাওয়ার পর ম্যাচের বাকি অংশ রক্ষণ সামলে খেলেছে বাংলাদেশ। নিজেরা কয়েকবার আক্রমণ গেলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ৪ অক্টোবর একই মাঠে ভারতের বিপক্ষে লড়বেন জামাল-তপুরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।