নিজস্ব প্রতিনিধিঃ
অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে স্থানীয় সরকার ও সরকারি দপ্তরের সাথে সিবিও পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের অন্তর্ভুক্তিকরণ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার গ্রামীন কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান সহ আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রতিবন্ধী সদস্য ও এলাকয় পরিচালিত প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সরকারী দপ্তরের সেবাসমুহ প্রতিবন্ধী, সিবিও সদস্য, ইয়ুথ গ্রুপ সদস্য, প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের মাঝে উপস্থাপন করেন।
বক্তারা আরও বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। ডিজিটাল বাংলাদেশ গঠন করতে হলে কাউকে পেছনে ফেলে নয়। সকলের অংশগ্রহণে প্রতিবন্ধীদের সাথে নিয়ে তাদের সম্পদে পরিণত করতে হবে। প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী নয়। আমরা সকলে যদি প্রতিবন্ধী ও অটিজম আক্রান্তদের বহুমুখী প্রতিভার স্বীকৃতি সংকল্পবদ্ধ হয়, তাদের মর্যাদার সঙ্গে জীবন যাপনের সুযোগ দিই তাহলে তারা সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত হতে পারে।
প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বলেন যে তাদের উন্নয়নের জন্য সমাজ তথা রাষ্ট্রের ভূমিকা আরও আন্তরিক হতে হবে।প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয় তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে তাহলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। কাউকে পেছনে ফেলে নয় সকলে সকলকে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে প্রতিবন্ধিতা কোন বোঝা হয়ে থাকবে না। তারা তাদের যে গুণ আছে তাই দিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
উপস্থিত প্রতিবন্ধী সদস্যরা তাদের পরিবার ও সমাজে তারা যে প্রতিবন্ধকতার শিকার হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রতিবন্ধীরা বলেন, সমাজ আমাদেরকে ভাল চোখে দেখে না এজন্য আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে আমরা সমাজের মূল ধারার সাথে ফিরে আসতে পারবো। মিটিংয়ে প্রতিবন্ধী সদস্য এবং প্রতিবন্ধী সংগঠনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক করানো হয় এবং সরকারি দপ্তরের সেবা দেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করা হয়। প্রশিক্ষনে সুশীলনের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, এফএফ শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ প্রমুখ।