চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল স্বাগতিকরা।
ইংল্যান্ডের দেওয়া ৩১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। মঙ্গলবার ইংলিশদের ইনিংস শেষ হওয়ার পরই নামে বৃষ্টি। তবে ভাগ্য ভালো আধ ঘণ্টায় থেমেছে বর্ষণ। এরপর শুরু হয় খেলা। বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। জেক বলের বলে বোল্ড হয়ে যান লুক রনকি (০)।
এরপর অধিনায়ককে দলের হাল ধরেন আরেক ওপেনার মার্টিন গাপটিল। ৬২ রানের জুটি গরেন তারা। এ জুটি ভাঙ্গেন স্টোকস। ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরে যান গাপটিল। এরপর স্বাগতিকদের কপালে ভাঁজ চওড়া করেন উইলিয়ামসন। রস টেইলরকে নিয়ে গড়েন ৯৫ রানের জুটি। টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ৮৭ রানে তাকে থামান ক্রিস উড।
এরপর বেশি দূর এগুতে পারেননি টেইলরও। ব্যক্তিগত ৩৯ রানে ফিরে যান তিনি। আর টেইলরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে ৪৪.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় দলটি। ইংল্যান্ডের পক্ষে ৫৫ রানের বিনিময়ে ৪টি উইকেট পেয়েছেন লিয়াম প্লাঙ্কেট। ২টি করে উইকেট পান বল ও রশিদ।
এর আগে চ্যাম্পিয়ন ট্রফির ষষ্ঠ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই ৩১০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২২৩ রান করেই সব কয়টি উইকেট হারায়।