দেবহাটা ব্যুরো : দেবহাটায় ১ নিকাহ রেজিস্টার বাল্য বিবাহ দেওয়ার অপরাধে মামলায় আটক হয়েছে। আটককৃত নিকাহ রেজিস্টারের নাম মুহাঃ আবুল বাশার।
তিনি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে এবং দেবহাটার ০৪ নং নওয়াপাড়া ইউনিয়নের ম্যারেজ রেজিষ্ট্রার।
তার বিরুদ্ধে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৫, তাং- ১৫-০২-২২ ইং। জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ মোবাশ্বের আলী সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন।
বাদীর এজাহার সূত্রে জানা যায়, আবুল বাশারের কাছে থাকা মোট ১৩ (তের) টি নিকাহনামা রেজিষ্টার পর্যালোচনা ও পরীক্ষা করে বাল্যবিবাহ, বাল্যবিবাহের জাল নিকাহনামা, অসামাঞ্জস্য তারিখের বিভিন্ন রেজিস্টার, একই বছরে একই নম্বরে একাধিক চলমান রেজিস্টার এবং এছাড়াও একাধিক বাল্যবিবাহ সম্পাদন করিয়েছেন মর্মে নিকাহনামা রেজিষ্টার পর্যালোচনায় দেখা যায়।
তার এরুপ কার্যাবলী বর্তমান সরকারের বাল্যবিবাহকে না বলুন নীতির পরিপন্থী এবং জালিয়াতির মাধ্যমে একই সনে একই তারিখে একাধিক রেজিস্টারে বিবাহ নিবন্ধন এর উদ্দেশ্যে রেজিস্টার ভূক্ত করণ যা আইজিআর এর কার্যালয়ের নির্ধারিত দাপ্তরিক নীতির পরিপন্থী। এরফলে সাধারণ জনগণ যেমন প্রতারণার শিকার হচ্ছে তেমনি বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ গড়ার সরকারের প্রচেষ্টাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যর্থ করার প্রচেষ্টা বলে প্রতীয়মান হয়। এছাড়াও তিনি ভুয়া রেজিষ্টারে বিবাহ সম্পাদন করে সরকারী ধার্যকৃত রেজিস্ট্রি ফি সঠিকভাবে সরকারি খাতে জমা না করে নিজে আত্মসাৎ করেছেন মর্মে প্রতীয়মান হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে ইং-১৬/০২/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ওসি শেখ ওবায়দুল্লাহ আবুল বাশারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিবাহ আমাদের সমাজের একটি অভিশাপ। এরফলে একটি মেয়ের জীবন নষ্টের পাশাপাশি সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। ওসি জানান, এধরনের কাজ খুবই ধিক্কারজনক। আর এজন্য তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।