মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও যাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
এসময় তিনি বলেন, ‘ইসলামে যাকাত ফরজ করা হয়েছে। দারিদ্র বিমোচন ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা অনস্বিকার্য। ধনীরা যদি সঠিক হিসাবে ও স্বচ্ছভাবে গরিবদের মাঝে যাকাত প্রদান করে তাহলে গরিব মানুষের ভাগ্য বদল হবে। সমাজে কোন গরীব মানুষ থাকবে না। আল হেরা ফাউন্ডেশনের মতো এভাবে যাকাতের টাকায় গরিবদের স্বাবলম্বী করার উদ্যোগ নিলে খুব অল্প সময়েই দেশ দারিদ্র্যমুক্ত হবে। যাকাতের উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করা, পরমুখাপেক্ষী করা নয়। দারিদ্র্য বিমোচনে যাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে আল হেরা ফাউন্ডেশন দীর্ঘ ১০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা ইমাম সমিতি’র সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, কাটিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া প্রমুখ। আলোচনা সভায় দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন কাটিয়া লস্কারপাড়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান আজমী। অনুষ্ঠানে ১১ জন দুস্থ নারীকে ছাগল, ২টি সেলাই মেশিন, ১টি সিলিং ফ্যান, শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আল হেরা ফাউন্ডেশনের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন আল হেরা ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এছাড়া আরো বক্তব্য রাখেন আল হেরা ফাউন্ডেশনের উপদেষ্টা সভাপতি মো. আজিজুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক সাহিত্যপাতা’র সম্পাদক মো. আব্দুর রহমান।
পূর্ববর্তী পোস্ট