নিজস্ব প্রতিনিধি: জর্জ কোর্টের পিপি এড. আব্দুল লতিফের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার পলাশপোল মৃত আমজাদ হোসেনের ছেলে মো: মাহমুদুল হক এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, ১৫-০৩-২০২২ তারিখে সন্ধ্যা ৬.১৭ মিনিটের সময় একটি মোবাইল নম্বর থেকে মোঃ মাহমুদুল হকের মোবাইলে কল আসে। ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলে-তুই মাহমুদুল? তুই কোর্টে এড. শাহআলম এর চেম্বারে আজকে ছিলি কেন? তখন মাহমুদুল বলেন-সে আমার চাচাতো দুলাভাই, তাই ব্যক্তিগত প্রয়োজনে গিয়েছিলাম। এরপর ভাষায় প্রকাশের অযোগ্য হিসাবে আমাকে হুমকি দিয়ে বলে-এখুনি চায়না বাংলার ৩য় তলায় আয়। তার কথা মতো অনুমান সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে গেলে তিনি আমাকে বলেন- আমাকে চিনিস, আমি এড. আব্দুল লতিফ (পিপি)। তোকে আর কখনো যেন কোর্টে না দেখি। যদি দেখি তাহলে তোর জীবন জেলখানায় শেষ হবে। তখন আমি কারণ জিজ্ঞাসা করলে হঠাৎ আমার দুই গালে চড় মারতে থাকে। এক পর্যায়ে গলা চেপে হত্যা করার চেষ্টা করে।
এ ব্যাপারে মাহমুদুল হক আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপির বিরুদ্ধে অভিযোগ
পূর্ববর্তী পোস্ট