নিজস্ব প্রতিনিধি ঃ
মোকাম সাতক্ষীরা জোনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলার মোকামের সকল কর্মকর্তা ও রিটেইলারদের নিয়ে মঙ্গলবার (২৬ মার্চ) সাতক্ষীরা চায়না বাংলা কিচেন এন্ড ফাস্টফুডে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোকাম খুলনা জোনের টেরিটোরি সেলস ম্যানেজার নাজমুস সাকিব, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি, পৌর কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু,
মোকাম এর সাতক্ষীরার পার্টনার সুপারভাইজার সজিব সাহরিয়ার ও জালাল উদ্দিন, সোসিং এ্যাসোসিয়েট রবিউল ইসলাম, ক্যাশ অফিসার আসিফ সহ মোকামের জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
মোকাম সাতক্ষীরা জোনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় মোকামের টেরিটোরি সেলস ম্যানেজার নাজমুস সাকিব বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ের মুদি দোকানগুলোর ব্যবসায়িক গতিশীলতা বৃদ্ধিতে মোকাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাজারের কৃত্রিম সংকটময় অবস্থাতেও মোকাম যথাযথ মূল্যে দেশের প্রতিটি জনপদে পণ্য সরবরাহ করে আসছে।
তিনি আরও জানান দেশজুড়ে পাড়ায় পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪৫ লাখেরও বেশি মুদি দোকানে বাংলাদেশে খুচরা বাজারের প্রায় ৯৮ শতাংশ কেনা-বেচা হয়ে থাকে। একাধিক সাপ্লাইয়ার, ডিস্ট্রিবিউটর এবং পাইকারদের কাছ থেকে পণ্য সংগ্রহের সময়ে এই দোকানগুলো প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয়। পণ্যের স্বল্পতা, মূল্যমানের অনিশ্চয়তা এবং পূর্ণাঙ্গ ডেলিভারি সহায়তার অভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হয় থাকে । এই মৌলিক সমস্যাগুলো বাধা হয়ে দাঁড়ায় ক্ষুদ্র ব্যবসার পথচলায়। এইসব সমস্যার সমাধানে খুচরা বিক্রেতাদের জন্য সকল প্রকার পণ্য নিয়ে ডিসেম্বর ২০১৯-এ যাত্রা শুরু করে দেশের সর্ববৃহৎ বিটুবি ই-কমার্স প্লাটফর্ম মোকাম ।
বর্তমানে দেশের ৬০টির বেশি জেলায় নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ করছে মোকাম। যেকোন প্রাকৃতিক দূর্যোগ কিংবা লকডাউনেও মোকাম নিশ্চিত করে দোকানীর দোরগোড়ায় কাক্ষিত পণ্যের নিশ্চয়তা। আর এরই স্বীকৃতি স্বরুপ অতি সম্প্রতি, দেশের সেরা বিটুবি ই-কমার্স প্লাটফর্মের সম্মাননা অর্জন করে মোকাম। এছাড়া, গ্লোবাল ইকোনমিক্স থেকে সবচেয়ে দ্রুত বর্ধমান বিটুবি ই-কমার্স প্লাটফর্মের স্বীকৃতিও লাভ করে মোকাম। #