শ্যামনগর প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ সমাপ্তি দিনে পরিবেশ সুরক্ষায় যুব শপথ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বেলা ৫ টায় সিডিও ইয়ুথ টিম ঈশ্বরীপুর ইউনিটের আয়োজনে “পরিবেশ সুরক্ষায় যুব শপথ ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ ।
সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান,
সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি রাশিদুল ইসলাম, সদস্য জগবন্ধু কয়াল, সদস্য আনিসুর রহমান মিলন সহ শতাধিক সদস্য।
এসময় শপথ পাঠ করান প্রধান অতিথি প্রভাষক সাইদ উজ জামান সাইদ। শপথ পাঠে সবাই বলেন, আগামীর সবুজ উপকূল গড়তে অযথা গাছ কাটা বন্ধ করব এবং বৃক্ষ রোপন মৌসুমে বৃক্ষ রোপন করব। বসতভিটায় শাক সবজি ও ফলজ বৃক্ষ চাষ করব এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করব।কীটনাশক ও রাসায়নিক সারের পরিবর্তে জৈব স্যারের ব্যবহার করবো।
গ্যাস ও বিদ্যুতের অপচয় রোধ করব এবং রাস্তার পাশে ও পতিত, ফাঁকা জায়গায় গাছ লাগাব। জ্বালানী সাশ্রয়ী চুলা ব্যবহার করব, ডিজেল ও পেট্রোল চালিত বাহনের উপর নির্ভরতা কমিয়ে সৌর শক্তি ব্যবহার করব।পানির অপচয় রোধ ও সুষ্ঠ ব্যবস্থাপনা করব,প্রাণ বৈচিত্র রক্ষায় সচেষ্ট হব। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব ও জৈব সার উৎপাদন করব। পরিবেশ রক্ষায় নিজে সচেতন হব এবং অন্যকেও সচেতন করব। আমিন