খেলার খবর: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এ রেকর্ড গড়ে ইংলিশরা।
টসে হেরে ব্যাট করতে নাম ইংল্যান্ড পুরো ৫০ ওভার খেলে ৪৯৮ রান করেছে। উইকেট গেছে মাত্র ৪টি।
এর মধ্য দিয়ে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলে তারা।
অবশ্য আগের সর্বোচ্চ রানের রেকর্ডটাও ছিল ইংল্যান্ডের দখলে। তারা ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামশায়ারে ৬ উইকেট হারিয়ে ৪৮১ রান করেছিল।
ম্যাচটিতে তিন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার, ডেভিড মালান এবং ফিল সল্ট সেঞ্চুরি হাঁকান। এর মধ্যে মালান ১২৫ এবং সল্ট ১২২ রান করে আউট হন। অন্যদিকে বাটলার ৭০ বল খেলে ১৬২ রান করে অপরাজিত ছিলেন।