আসাদুজ্জামান : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি সাতক্ষীরার জেলার শাখার আয়োজনে বৃস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবরে সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির সাতক্ষীরার আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখনে, সাতক্ষীরা সরকারি কলেেজ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ,
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, জেলা নাগরিক কমিটির যুগ্ন-আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল,
বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক ইদ্রিস আলী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরষিদরে সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, উদিচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডাঃ সুশান্ত ঘোষ, বেসরকারী উন্নয়ন সংস্থা সুশিলনের সহকারী পরিচালক জি.এম মনিরুজ্জামান, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওসার আলী প্রমুখ।
বক্তরা বলনে, সারাদেশে যেভাবে সাম্প্রদায়কি শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে তা খুবই উদ্বেগ জনক।
এ জেলায় যাতে কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানান বক্তারা। বক্তারা এ সময় আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবী জানান। একই সাথে তারা দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান।##