শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন সাতক্ষীরার প্রবীন সংবাদিক সুভাষ চৌধুরীর সহকর্মীরা। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ও যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তার দীর্ঘদিনের সহকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে দশটায় তার মৃতদেহ প্রেসক্লাব চত্বরে নিয়ে আসলে সহকর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি আবু আহমেদ, আবুল কালাম আজাদ, আনিসুর রহিম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, লায়লা পারভীন সেঁজুতি, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান, মোস্তাফিজুর রহমান উজল্ব, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শরিফুল্লাহ কায়সার সুমন, সাংগঠনিক সম্পাদক এম. ইদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, ফারুক মাহবুবুর রহমান,
নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, কাজী শওকাত হোসেন ময়না, কাজী শহিদুল হক রাজু, আবুল কাশেম, অসীম বরণ চক্রবর্তী ,বরুণ ব্যানার্জি, আশরাফুল ইসলাম খোকন, আমিনুর রশিদ, এম রফিক, আসাদুজ্জামান, গোলাম সরোয়ার, এম জিললুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আব্দুস সামাদ, কৃষ্ণ মোহন ব্যানার্জী, ইব্রাহিম খলিল, আমিনা বিলকিস ময়না, আসাদুজ্জামান সরদার, স ম তাজমিনুর রহমান টুটুল, এসকে কামরুল হাসান, খন্দকার আনিসুর রহমান, এসএম আকরামুল ইসলাম, মীর মোস্তফা আলী, মেহেদী আলী সুজয়, এম বেলাল হোসাইন সহ প্রেসক্লাবের অণ্যান্য সদস্যগন, শিল্পকলা একাডেমীর নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মরদেহে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে রসুলপুর শ্মশানে অন্তেষ্টিক্রিয়ায় সম্পন্ন করা হয়।
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী (৭২) মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাটিয়া সরকারপাড়া এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শ্বাসকষ্ট, কিডনি, হার্টসহ নানান ধরনের রোগে ভুগছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি ;