দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভিক্ষুক জহুরাকে ঘর উপহার দিলো মৃত্তিকা মানবিক ইউনিট নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। ১জন অসহায় ও গৃহহীন মানুষকে বসতঘর উপহার দেয়ায় উক্ত সঙগঠনটিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সাধারন মানুষ।
স্থানীয়রা জানায়, গত বৃষ্টিতে উপজেলার সখিপুর ইউনিয়নের মাঘরী কারিগর পাড়ায় মৃত জব্বার কারিগরের স্ত্রী ভাঙ্গা ও কুড়ে ঘরে থাকা ভিক্ষুক জহুরা খাতুনের কুড়ে ঘরটি ভেঙ্গে পড়ে। এতে করে অসহায় মহিলাটি গৃহহীন হয়ে পড়লে এগিয়ে আসে মৃত্তিকা মানবিক ইউনিট। সোমবার ৩ অক্টোবর, ২২ ইং তারিখ সকাল সাড়ে ১০টার দিকে ঐ প্রতিষ্ঠানটির অর্থায়নে করা নতুন ঘরটি অসহায় মহিলা জহুরা খাতুনের নিকট হস্তান্তর করা হয়।
এসময় ঐ ঘরটি দেবহাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা সমাজসেবা সহকারী অফিসার মঈনুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের সদস্য মোনায়ম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা কায়য়ুম হোসেনসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে ঘরটি হস্তান্তর করা হয়।