আবু ছালেক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর বাজার বনিক সমিতির নির্বাচন জমে উঠছে, প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান লুৎফর রহমান,নির্বাচন কমিশনার শেখ মনিরুল হোসেন মাছুম,সামছুর রহমান, বাবু নিমাই চন্দ্র বর,
মেম্বর ইউছুপ সরদার,রেবেকা সুলতানা,মিজানুর রহমান সোমবার সন্ধায় স্হানীয় সাংবাদিকদের জানান আগামী ৩০ নভেম্বর রোজ বুধবার ব্যাপক জাকজমকপুর্ন ভাবে অনুষ্ঠিত হবে এল্লারচর বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন,১১ টি পদের জন্য ১৬ জন প্রার্থী মোননয়ন পত্র দাখিল করেছিল, ২০ নভেম্বর প্রার্থীদের প্রতিক বরাদ্ধ ও প্রত্যাহারের শেষ দিনে ৮ টি পদের জন্য প্রতিদ্বন্দিপ্রার্থি না থাকায় বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে মো: কাছেদ আলী,সহসভাপতি পদে মো: আ: রাজ্জাক মোড়ল,দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম,প্রচার সম্পাদক পদে হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক পদে ডা: প্রকাশ সরকার,
কার্যনির্বাহী সদস্য পদে তৌহিদুল ইসলাম,আক্তারুল ইসলাম,ও জয়নুর ইসলাম, এ ছাড়া ৩ টি পদের জন্য ৩০ নভেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে আলহাজ্ব মো: খলিলুর রহমান প্রতিক (হরিন), মো: মহম্বত আলী প্রতিক (ছাতা),ও মিজানুর রহমান মজনু প্রতিক (মোটরসাইকেল),সাধারন সম্পাদক পদে সিরাজুল ইসলাম সিরাজ প্রতিক (সিলিংফ্যান),জামাত আলী প্রতিক (তালা),যুগ্ন সম্পাদক পদে হাফিজুল ইসলাম প্রতিক (হেলিকাপ্টার),
নাঈম হোসেন প্রতিক (পান্জাবী),প্রশাসনের কড়া প্রহরার মধ্যে সুষ্ঠু শান্তি পুর্ন ভাবে এল্লারচর বাজারের ত্রি বার্ষিক নির্বচন অনুষ্ঠিত হইবে।এবারের নির্বাচন রেকর্ড সৃষ্টি করবে যে, কে কোন পদে বিজয়ী হয়ে এল্লারচর বাজারের সার্বিক উন্নয়ে সার্বিক সহযোগিতা করতে পারবে,আর ভোটাররা তাকে ভোট দিবে যে প্রার্থীর সাথে ভোটাররা সার্বক্ষনিক ভাবে মিশতে পারবে,সুখ দু:খের কথা বলতে পারবে এমন প্রার্থীকে বেচে নিবে ভোটাররা,এবারের নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন,ভোটাররা অপেক্ষায় থাকবে নির্বাচনে কোন প্রাথী বিজয়ী হয়ে এল্লারচর বাজারের সার্বিক উন্নয়ন করতে পারবে,শুধু অপেক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত।