জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে উন্মুক্ত পদ্ধতিতে প্রতিবন্ধি যাচাই-বাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম। এ সময় ৩০০ জন ভাতাভোগীর আবেদনের মধ্য হতে যাচাই-বাচাই পূর্বক ১৪৫ জনের আবেদন গ্রহন যোগ্য হয়েছে বলে সংশ্লিষ্ঠ সুত্রে জানা যায়। বাকি সদস্যদের পরবর্তিতে আবেদন গ্রহন করা হবে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা কর্মকর্তাগন।
উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে খোরশেদ আলম রিপন,মফিজুল ইসলাম,মোশারফ হোসেন,হাফেজ জাহাঙ্গীর আলম,মোর্শেদ আলম ,আহসান উদ্দীন শাহাজান আলীসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য যথাক্রমে রাশিদা খাতুন,রাজিয়া সুলতানা ও সাবিনা খাতুনসহ ভাতাভোগী জন্য আবেদনকারী গন।