নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৬ লক্ষ টাকার রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। ১১ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৮টার দিকে বৈকারী সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা এ রূপার গহনা উদ্ধার করে।
রোববার সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈকারী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাফর আলম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ০৫ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রূপার মূল্য সাড়ে ৬ লক্ষ টাকা।
তবে অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নিম্নবর্ণিত চোরাকারবারীরা পালিয়ে যায়। পলাতক আসামীরা হলেন, বৈকারী গ্রামের মৃত নুর মোহাম্মাদ মোল্যার পুত্র শামসু, বাবর আলী সরদারের পুত্র কাসেদ আলী ও মিলন সরদারের পুত্র শাওন। পলাতক আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক।