নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদনান, ওহি ও সালমান বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরতে ফিরতে সমস্বরে স্লোগান দিচ্ছিল “১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ’র পক্ষে থাকুন, হ্যাঁকে জয়যুক্ত করুন।” তাদের এই স্লোগানেই স্পষ্ট হয়েছে, প্রাথমিকের শিক্ষার্থীরাও গণভোট সম্পর্কে অবগত এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে।
সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরতে ফিরতে সমস্বরে স্লোগান দিচ্ছিল “১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ’র পক্ষে থাকুন, হ্যাঁ কে জয়যুক্ত করুন।” তাদের এই স্লোগান থেকে বোঝা যায়, প্রাথমিকের শিক্ষার্থীরাও গণভোট সম্পর্কে অবগত এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষকরা তাদের গণভোটের বিষয়ে অভিভাবক ও স্বজনদের জানাতে বলেছেন। বিদ্যালয় প্রাঙ্গণে টানানো ব্যানারেও গণভোট সফল করার আহ্বান লেখা রয়েছে বলে তারা জানায়। খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। শিক্ষকরা উঠান বৈঠক, দৈনিক সমাবেশ এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণভোটের বিষয়ে জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। জেলার সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়ে এ প্রচারণা দৃশ্যমান হওয়ায় গণভোটের পক্ষে এক ধরনের গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিমত। জেলার প্রায় প্রতিটি গ্রামেই প্রাথমিক বিদ্যালয় থাকায় এই প্রচারণা দ্রুত ছড়িয়ে পড়ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে উপজেলার বিদ্যালয়গুলোতে নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের সমাবেশ ও অভিভাবক সমাগমে গণভোটের বিষয়টি তুলে ধরা হচ্ছে। এসব কার্যক্রম তদারকি করছেন জেলার সাত উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের গণভোট সম্পর্কে জানানো হচ্ছে। কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের মাধ্যমে গণভোটের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে প্রচারণা অব্যাহত রয়েছে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সার্বক্ষণিক বিষয়টি মনিটরিং করছেন।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে গণভোট বিষয়ক কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “পরিবর্তনের লক্ষ্যে, সুশাসন প্রতিষ্ঠা এবং আগামীর গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে গণভোটের পক্ষে জনসমাজকে সম্পৃক্ত করতে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা পরিবার নিরলসভাবে কাজ করছে।”

