তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ঠাকুর দাস বাছাড় (৮৫) নামের এক বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে তালা উপজেলা খেশরা ইউনিয়নের মেছেরডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুর দাস বাছার মেছেরডাঙ্গা গ্রামে মৃত অখিল বাছাড়ের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, ঠাকুর দাস বাছাড় পারিবারিকভাবে কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নামানোর আগেই সে মারা যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।