নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ববিবার সকালে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান কহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু গনেশ চন্দ্র মন্ডল, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়াম্যান মোঃ আলাউদ্দীন ঢালী, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্যনির্বহী কমিটির বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর কাঁচাবাজার সমিতির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক ও বিদ্যলয়ের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি এসময় বলেন, ২০১০ সালে আওয়ামীলীগ সরকারই প্রথম শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে উপহার হিসাবে বই তুলে দেয়। এবং সেখান থেকে আজও পর্যন্ত বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারীর ১ তারিখে শত প্রতিবন্ধকতা পেরিয়ে সারা বাংলাাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। বিগত দিনে কোন সরকারের পক্ষে এটি সম্ভব হয়নি।
তিনি এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে সকলে নৌকায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।