নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা খুলনা সড়কের বিনেরপোতা এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক হাফেজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
মারা যাওয়ার হাফেজ জুবায়ের হোসেন সাতক্ষীরা শহরের ইটগাছা গ্রামের শেখ কবিরুজ্জামানের পুত্র।
শুক্রবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরার ইটাগাছার শেখ কবিরুজ্জামানের ছেলে হাফেজ শেখ জুবায়ের সহ আরো দুইজন একটি মোটর সাইকেলে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে রওনা হয়। পথিমধ্যে বিনেরপোতা এলাকায় পৌছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় আহত তালা উপজেলার পাটকেলঘাটার তরিকুল ইসলাম ও রাহাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তরিকুল ইসলামের অবস্থার আরো অবনতি ঘটায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম জানান, নিহতের পরিবারের লিখত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হাফেজ শেখ জুবায়ের হোসেনের মরদেহ তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।