আসবাবপত্র
আহমেদ সাব্বির
হেড অফিসের কর্তাবাবুর
খুব আদুরে কন্যা
কন্যা যাবে শ্বশুরবাড়ি
বইছে খুশির বন্যা।
পাত্র ভাল চাকরি করে
অবস্থা সম্পন্ন
কর্তাবাবু ব্যস্ত মেয়ের
ঘরসাজানোর জন্য।
কিনতে হবে আলনা সোফা
আলমারি পালঙ্ক
কাঠ কিনতে খরচা হবে
বিপুল টাকার অঙ্ক।
কর্তাবাবু অঙ্কে পাকা
হিসাব কষেন পাক্কা
সামনে ছিল সরকারি গাছ
তাতেই দিলেন ধাক্কা
ধাক্কা দিতেই তৈরি হল
কাঠের বিলাস দ্রব্য
স্বপ্নে পাওয়া সরকরি গাছ
বাহ্ কী সহজলভ্য!
সরকারি গাছ চালান করে
মেয়ের গৃহ সজ্জায়
কর্তা এখন পর্দানশীন
মুখ ঢাকছেন লজ্জায়।