কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ১৫ ই ফেব্রুয়ারি , ২৩ ইং সকাল সাড়ে ১১ টায় টেলিকনফারেন্সের মাধ্যমে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্পের উদ্বোধন করেন।
দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় উপজেলায় মোট ২৩টি বীর নিবাস নির্মান করা হয়েছে। এর মধ্যে ১৭টি বীর নিবাস নির্মান করে হস্তান্তর করা হয়েছে এবং বাকী ৬টি বীর নিবাস নির্মান চলমান রয়েছে। দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সি্িদ্দকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) রাহিতুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকল্প বাসাতবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, ইতিমধ্যে ১ম বরাদ্দে তালা, সাতক্ষীরার মেসার্স এস.কে ব্রাদার্স ঠিকাদারের মাধ্যমে ১ কোটি ৪০ লক্ষ ৪০ হাজার চারশত ৩৭ টাকা বরাদ্দে ১১টি বীর নিবাস. ২য় বরাদ্দে কালীগঞ্জ, সাতক্ষীরার মেসার্স আজমল হোসেন ঠিকাদারের মাধ্যমে ৮০ লক্ষ ৩৯ হাজার একশত ৭৭ টাকা বরাদ্দে ৬টি বীর নিবাস নির্মান করা হয়েছে। এছাড়া ২য় বরাদ্দে রাজারবাগান, সাতক্ষীরার মেসার্স শিহাব এন্টারপ্রাইজ জাকির হোসেন ঠিকাদারের মাধ্যমে ৮০ লক্ষ ৩৯ হাজার একশত ৭৭ টাকা বরাদ্দে ৬টি বীর নিবাস নির্মান কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাগন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।