নিজস্ব প্রতিনিধি : তেল,গ্যাস,বিদ্যুৎ,চাল,ডাল,আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ফ্যাসিট সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাঙালের মোড় এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁকাল কোল্ড স্টোর মোড় এসে আলোচনা সবাই মিলিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাবেক এমপি রাশেদা বেগম হেরা, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রহমান হবি সহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা।
এসময় নেতা কর্মীরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।