নিজস্ব প্রতিনিধি: ঈদকে সামনে প্রতারণক চক্র দাপিয়ে বেড়াচ্ছে সাতক্ষীরার বিভিন্ন এলাকা। ব্যবসায়ীদের বিভিন্ন ভুল বুঝিয়ে টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিচ্ছে তারা। রবিবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা সদরের দহাখুলা মোড় এলাকার ব্যবসায়ী আব্দুস সামাদ প্রতারণা শিকার হয়েছে। তার কাছ থেকে ৩৩ হাজার ৫’শ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
এর আগের দিন ১৫ এপ্রিল সদরের আবাদের হাট এলাকা থেকে আরও একজন রড সিমেন্ট ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ হাজার টাকা নিয়েছে প্রতারকচক্র।
এবিষয়ে দুই ব্যবসায়ী সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের দহাকুলা মোড়ে আব্দুস সামাদের “মেসার্স মিতা এন্টার প্রাইজ” নামে আমার একটি রড সিমেন্টের দোকান আছে। গত ১৬ এপ্রিল সকাল ৭টার দিকে ৫০ উর্দ্ধ একজন অজ্ঞাতনামা লোক তার দোকানে আসে। আসার পর রড সিমেন্টের বিষয়ে কথাবার্তা বলে এবং বলে সাতক্ষীরা সিটি কলেজে চাকুরী করি। পাশবর্তী হেলাল সাহেবের ভাটা থেকে সে কিছু ইট কিনতে হবে। আপনি কিছু টাকা দেন, আমার ছেলে টাকা নিয়ে আসছে। তখন তাকে ৩৩ হাজার ৫’শ টাকা দেয় । টাকা নেওয়ার পর মোটর সাইকেল নিয়ে ভাটার দিকে চলে যায়। এরপর তাকে আর খুজে পাওয়া যায়নি। তার মোবাইল নং- ০১৮৩৯-৭১১৯৪৯ কল করেও মোবাইল বন্ধ পাওয়া যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অজ্ঞাত ব্যক্তিকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।
ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, একজন ৫০ উর্দ্ধ ব্যক্তি আমার কাছে রড সিমেন্ট কিনতে আসেন। ২’শ ব্যাগ সিমেন্ট কিনতে চান। কিছু সময় বসার পর বলে আমি ইট কিনেছি। কিছু টাকা দেন আমি ইটের টাকা দিয়ে আসি। আমার ছেলে টাকা নিয়ে আসা মাত্র আপনার টাকা দিয়ে দিচ্ছি। আমার ক্যাশে থাকা ৩৩ হাজার ৫’শ টাকা তাকে দেই। টাকা নেওয়ার পর মোটর সাইকেল নিয়ে ভাটার দিকে চলে যায়। এরপর তাকে খুজে পাওয়া যায়নি। সে আমাকে যে ফোন থেকে কল করেছিলো সেই মোবাইল বন্ধ পাচ্ছি। এষিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। পরে জানতে পারলাম আবাদের হাটের আরও একটি রড সিমেন্টের দোকান থেকে এইভাবে প্রতরাণা করে টাকা নিয়েছে। ঈদের সময় এই প্রতারক চক্র দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে দাবী করছি এদের খুজে বের করে শাস্তির আওতায় আনা হোক।
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, ভুক্তভোগীর কাছ থেকে এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ফোন ট্র্যাকিং করে খুঁজে বের করে প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু জিহাদ মো: ফখরুল আলম বলেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হয়। আর কেউ যেন এদের খপ্পরে না পড়ে সে বিষয়ে ম্যাসেজ দিয়ে দিচ্ছি। ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সবসময় সতর্ক আছি। এই দুটি ঘটনায় তদন্ত করে চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।