নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আয়োজনে বিনামূল্যে ছানি পড়া চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দর আয়োজনে ও খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর বাস্তবায়নের সহায়তায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা ভুমিহীন সমিতির কওছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন জেলা ভুমিহীন সমিতির সিনি: সহ সভাপতি গোলাম রসুল রাসেল।
চক্ষু ক্যাম্পে রোগী দেখেন খুলনা শিরোমনি চক্ষু হাসপাতালের চক্ষু ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ কুমার বিশ্বাস।
চক্ষু ক্যাম্প অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সাংবাদিক সেলিম হোসেন,
বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গৌরপদ, ভুমিহীন সমিতির অর্থ সম্পাদক আব্দুল আলিম, আরমান আলী, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, বেদে সম্প্রদায় পরিষদের নেতা আকবর আলী প্রমূখ। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অসহায় দুস্থ, হতদরিদ্র, প্রবীন ও প্রতিবন্ধী মানুষ মোট ১৩০ জনকে বিনামূল্যে চক্ষু রোগী দেখানোসহ চশমা ও ঔষধ বিতরণ করা হয়