শ্যমানগর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব, ঐতিহ্য ও সফলতার ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ইং ২৩ জুন (শুক্রবার) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগর মাইক্রোস্টান্ড চত্বরে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে উক্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি ।
সমাবেশে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ- সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা,অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, যুগ্ম সম্পাদক সম আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, এ্যাড. তপন দাস সাংগঠনিক সম্পাদক জি এম গোলাম মোস্তফা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী সহ শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আ’লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে সভাপতি এস এম জগলুল হায়দার এমপি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের গোড়া পত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামীলীগ। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামীলীগ করা হয়। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতিক নৌকা। আওয়ামীলীগ ৭৪ বছরে আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ রেখা তৈরী করেছে। দলটির নেতৃত্বে ভাষা, স্বাধীনতা ও উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি অর্জন হয়েছে।