কে এম রেজাউল করিম দেবহাটা : মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।দেবহাটা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঈদগাহ বাজারে শুক্রবার ২৩ জুন বিকালে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে ভিডিওকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ডাঃ আ,ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
এসময় বীর মুক্তিযোদ্ধা দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা বিষয়ক সম্পাদক জি.এম স্পর্শ, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, আওয়ামী যুব লীগের সভাপতি মিজানূর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলামগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম ছাড়াও সহযোগি সংগঠনের নেতা ও কমীবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ১৯৭০ সাল থেকে এ দলের নির্বাচনী প্রতীক নৌকা। পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, বাংলাদেশ আওয়ামীলীগ মাটি ও মানুষের দল।
জনগণই আওয়ামীলীগের মূল শক্তি। আওয়ামীলীগের নেতৃত্বেই ‘৬২-এর ছাত্র আন্দোলন, ‘৬৪-এর সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ, ৬-দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি মুক্তির সনদ রচনা এবং ৬৯-এর গণ-আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসন অবসানের প্রতিশ্রুতি নিয়ে আসে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন।