নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া জামিউল উলুম মাদ্রাসার জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা উপস্থিত মুসুল্লীদের উপস্থিতিতে মাপ জরিম সম্পন্ন করে পিলার পুতে সীমানা নির্ধারণ করা হয়।
মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য কাঠিয়া মৌজার ১৯০৩ দাগের ১৮.৭৫ শতক জমি মাওলানা জামাল উদ্দিন সাহেবের ছোট পুত্র বর্তমানে আমেরিকা প্রবাসী মোঃ সিরাজুল হক চৌধুরী ১৯৯৯ সালে মাদ্রাসার নামে দান করেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে স্থানীয় কতিপয় ব্যক্তির সাথে বিরোধ চলে আসছিল। অবশেষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে। পিলার পুতে সীমানা নির্র্ধারণ শেষে সাইবোর্ড লাগানো হয়।
পরে দোয়া মোনাজাত করেন উত্তর পশ্চিম কাটিয়া জামে মসজিদের পেশ ইমাম মাও: সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি মুনজুর আহমেদ খান তাচ্চু, সাধারণ সম্পাদক রাশিদ হাসান চৌধুরি বাবুসহ মসজিদের মুসুল্লীবৃন্দ।