কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ সেপ্টেম্বর, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ রুহুল হক। স্থানীয় সরকারের মাঠ পর্যায়ের উন্নয়নমূলক এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান এর সভাপতিত্বে।
প্রধান অতিথি রুহুল হক সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা “শেখ হাসিনার সরকার, জনগনের সরকার“ একথাটি গ্রাম পর্যায়ের সাধারন মানুষকে জানাতে হবে। সরকারের বিগত সময়ে যে উন্নয়ন হয়েছে সেটা স্বাধীনতার পরে কোন সরকারই করতে পারেনি। রুহুল হক সরকারের পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্পের বিস্তর বর্ননা দিয়ে বলেন, দেশের প্রতিটি গ্রামকে শেখ হাসিনা শহরে পরিনত করতে সকল প্রকারের উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছে। এবিষয়ে তিনি রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন। আর এ উন্নয়ন যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য সকলকে আবারো শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন,
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল গনি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।