সাতক্ষীরায় মহিলা শ্রমিকলীগের কমিটি থাকার পরও কেন্দ্রীয় সভাপতির একক স্বাক্ষরে অবৈধ কমিটি ঘোষণার উদ্বেগ প্রকাশ করেছেন জেলার নেতৃবৃন্দ।
গতকাল মহিলা শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হুমায়রা জানান, গত ৬ জানুয়ারি ২০২০ তারিখে হুমায়রা কে সভাপতি এবং জামেলা খানমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। সে অনুযায়ী আমার মহিলা শ্রমিকলীগের ব্যানারে দলীয় কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছি। কিন্তু ২২ সেপ্টেম্বর স্থানীয় পত্রিকায় জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জিএম স্পর্শ এবং সম্পাদক জামিলা খানম সম্পাদক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি সুরাইয়া আক্তার তাদের কমিটি অনুমোদন দিয়েছেন। একটি কমিটি অনুমোদন দিতে হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে দেওয়া হয়। একটি কমিটি থাকার পরও কিভাবে কেন্দ্রীয় সভাপতি একক স্বাক্ষরে আরেক একটি কমিটি অনুমোদন দিতে পারেন এটা নিয়ে জেলার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবিলম্বে ওই অবৈধ কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন সাতক্ষীরা জেলা মহিলা শ্রমিকলীগের নেতাকর্মীরা।
তবে এবিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী রহিমা আকতার সাথীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি কমিটি থাকারপর কেন্দ্রীয় সভাপতি কিভাবে আরেক একটি কমিটি অনুমোদন দেন সেটি বুঝে আসে না। এছাড়া যে কমিটি দেওয়া হয়েছে সেখানে আমার কোন স্বাক্ষর নেই। আমার কোন মতামতও নেওয়া হয়নি। প্রেস বিজ্ঞপ্তি