আসাদুজ্জামান ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সারা দেশের ন্যায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে ধর্মঘট ও মানববন্ধন কর্মসুচি পালন করছে সাতক্ষীরা সদর হাসপাতাল ইন্টার্ন ডিপ্লোমা (ম্যাটস) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে তারা এ ধর্মঘট ও মানববন্ধন কর্মসুচি পালন করে।
সেখানে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে শ্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, দাবি না মানা পর্যন্ত রাজপথে তাদের এ আন্দোলন চলবে। বক্তারা এ সময় অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের জোর দাবি জানান তারা।
মানববন্ধন ও ধর্মঘটে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদাক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক তারিক আজিজ, সদস্য তন্ময় হোসেন প্রমুখ।##